হোম > সারা দেশ > পাবনা

সুজানগরের পর এবার সাঁথিয়া থেকে ৩ কঙ্কাল চুরি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সুজানগরের পর এবার সাঁথিয়া থেকে তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে ওই স্থানীয়রা কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন।

স্থানীয়রা জানান, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাঠের মধ্যে একটি গ্রামীণ কবরস্থান রয়েছে। আজ সকালে ওই কবরস্থানের পুরোনো কবরে এলোমেলো গর্ত দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা কবরস্থানের ভেতরে দেখতে পান সাদা কাপড় পড়ে আছে। এর মধ্যে কোনো কঙ্কাল নেই। এভাবে দুষ্কৃতকারীরা একজন নারী, একজন পুরুষ ও একটি শিশুর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাঁদের স্বজনদের কবর ঠিক আছে কি না, তা দেখার জন্য কবরস্থানে ভিড় করেন।

রাজাপুর গ্রামের জালাল উদ্দিন জানান, কবরস্থানের কাছে তিনি তিল শুকাচ্ছিলেন। হঠাৎ নজরে আসে একটি কবরের বাঁশের চাতাল উঁচু হয়ে আছে। তিনি অন্যদের সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়ে দেখেন কবরটিতে গর্ত করা। পরে তাঁরা মাটি সরিয়ে দেখেন কবরের ভেতরে কঙ্কাল নেই। এভাবে একে একে তিনটি কবর থেকে দুষ্কৃতকারীরা তিনটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, গতকাল রাতের কোনো একসময় এ কঙ্কালগুলো চুরি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘কবর থেকে কঙ্কাল চুরি—এটা খুবই অপ্রত্যাশিত। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়। তবে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন–

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা