নাশকতার মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোন্দকার সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার জিকেএস হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা জিকেএস এর নির্বাহী পরিচালক।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নাশকতার মামলার খোন্দকার সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নেতা-কর্মীদের মিথ্যা গায়েবি মামলা দিয়ে একের পর এক আটক করে হয়রানি করা হচ্ছে। আমরা তার নি: শর্ত মুক্তি চাই।’