শীতে একটু উষ্ণতা পেতে আগুনের পাশে বসে দগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত বিলকিস খাতুন (৩৫) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দেবীপুর গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী।
গতকাল বুধবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে তার স্বামী জানান।
মুক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ৮ জানুয়ারি সকালে শীতের মধ্যে বিলকিস খাতুন আগুনের পাশে বসেছিলেন। একপর্যায়ে তাঁর শাড়িতে আগুন লেগে সারা শরীরে ছড়িয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে পাবনা ও পরে ঢাকায় নেওয়া হয়। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ডিবিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান শামীম হুসাইন।