হোম > সারা দেশ > পাবনা

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুজন হলেন সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তাঁর স্ত্রী মৌ আক্তার (১৯)। গতকাল শুক্রবার বিকেল ৬টার দিকে নৌকা ডুবে তাঁরা নিখোঁজ হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে বেড়াতে যান অনেকে। একপর্যায়ে ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। হঠাৎ করে স্রোতের টানে ডুবে যায় নৌকাটি। পরে আশপাশের লোকজনের সহায়তায় সবাই নদী থেকে উদ্ধার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হন।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু শুক্রবার দুজনের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু করে সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু