হোম > সারা দেশ > রাজশাহী

সীমান্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ভটভটি, আড়াই ঘণ্টা চলাচল বন্ধ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় চিলাহাটিগামী আন্তনগর সীমান্ত ট্রেনের ধাক্কায় একটি ভটভটি দুমড়ে-মুচড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আড়াই ঘণ্টা এই রুটে চলাচল বন্ধ ছিল। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজারের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। 

নলডাঙ্গা রেলওয়ে স্টেশনমাস্টার রিক্তা রায় আজকের পত্রিকাকে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনসংলগ্ন রেলগেট দিয়ে একটি ভটভটি (শ্যালো গাড়ি) পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন এসে ভটভটিকে ধাক্কা দেয়। এতে চালক প্রাণে রক্ষা পেলেও ট্রেনটি ভটভটিকে ৫০ গজ দূরে ঠেলে নিয়ে যায়। এতে ভটভটি দুমড়ে-মুচড়ে যায়। কিছু দুর গিয়ে ট্রেন বিকল হয়ে পড়ে। 

স্টেশনমাস্টার বলেন, এতে আড়াই ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী হতে আরেকটি ইঞ্জিন এসে সীমান্ত ট্রেনকে মাধনগর রেলস্টেশনে নিয়ে যায়। সেখান থেকে সীমান্ত ট্রেনের বিকল ইঞ্জিন বদলিয়ে মাধনগর থেকে ভোরে ট্রেন ছেড়ে যায়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু