হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলকে ট্রেন ধাক্কা দিলে, মোটরসাইকেলের আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুর এলাকার অরক্ষিত দোডাংগি রেলগেটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার জামনগর পশ্চিমপাড়া এলাকার মফিজুল ইসলাম (৫৪) এবং তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪৯)। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মাড়িয়া গ্রামে শ্বশুর শুকটা প্রামাণিকের বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মফিজুল মোটরসাইকেলে চালিয়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় ২০০ মিটার পশ্চিমে অবস্থিত অরক্ষিত দোডাংগি রেলগেটে মোটরসাইকেল লাইনের ওপর ওঠার সঙ্গে-সঙ্গে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে অনেক দূরে ছিটকে পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়েই দুজনই মারা যায়। কিছুক্ষণ পরে নিহতের লাশ দুটি উদ্ধার করে স্বজনরা মাড়িয়া গ্রামে মফিজুলের শ্বশুর শুকটার বাড়িতে নিয়ে যায়। 

মাড়িয়া এলাকার বাসিন্দা মিলন আলী বলেন, রেলগেটটি অরক্ষিত হওয়ায় প্রতি বছরই সেখানে দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মারা যায়। এর আগে এলাকার মানুষদের অর্থায়নে স্থানীয় ভাবে বাঁশ দিয়ে গেটম্যানের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ব্যয়সাপেক্ষ হওয়ায় সেটি এক বছরের বেশি টেকেনি। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহত দম্পতির লাশ রেলওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হবে।
 
ঈশ্বরদী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়