হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ইউপি সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু প্রামানিককে (৩৫) কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ বুধবার সকালে ডাবলুর স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে এই মামলা করেন। এ মামলার আসামিরা হলেন, চিকাশি গ্রামের বলাই, ঝিনাই গ্রামের জিয়া ও সোনারগাঁ গ্রামের মনির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাবলু প্রামানিক চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নম্বরর ওয়ার্ডের সদস্য ও মোহনপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়াও তিনি উপজেলা তাঁতীলীগের সভাপতি। তিনি গত ২০ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে পরিষদের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ইউনিয়ন পরিষদের পাশে শাহীন চা স্টলের সামনে পৌঁছালে সেখানে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ডাবলুকে কুপিয়ে জখম করে। এ সময় ডাবলুর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ডাবলুকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। 

সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। এই ঘটনায় ডাবলুর স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে তিনজনের নামে মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হামলাকারীরা সবাই সরকারি দলের নেতা-কর্মী। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে ডাবলুকে কুপিয়ে জখম করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তাই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন