পাবনার চাটমোহর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় গাদন প্রামানিক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল সোমবার চাটমোহর-পাবনা সড়কের উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গাদন প্রামানিক গতকাল বিকেলে বাড়ির পাশের সড়ক হেঁটে পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে সড়কের ওপর পড়ে মারাত্মক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার আরও অবনতি। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।