হোম > সারা দেশ > রাজশাহী

বিদ্যুতের খুঁটিতে আটকে যাওয়া পাখি উদ্ধার করলেন ইউএনও

বগুড়া প্রতিনিধি

বিদ্যুতের খুঁটিতে পোকা খেতে গিয়ে ভেতরে আটকে পড়ে একটি শালিক পাখি। সেই পাখিটি উদ্ধার করে প্রাণ রক্ষা করলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে খুঁটির সামান্য অংশ মেশিন দিয়ে কেটে পাখিটি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুপচাঁচিয়া উপজেলার সাহার পুকুর বাজারে পাখিটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার বিদ্যুতের খুঁটিতে পোকা খেতে গিয়ে পাখিটি ভেতরে আটকা পড়েছিল।

ইউএনও জানান, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সাহার পুকুর বাজারের এক ব্যক্তি ফোনে জানান, একটি শালিক পাখি পোকা খেতে গিয়ে বিদ্যুতের খুঁটির ভেতর আটকা পড়ে আছে। এলাকাবাসী পাখিটি উদ্ধারের জন্য অনুরোধ জানান।

ইউএনও বলেন, ‘এলাকাবাসী অনেক আস্থা নিয়ে ফোন করেছেন বুঝতে পেরে বিদ্যুৎ ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাহার পুকুর বাজারে যাই। কিন্তু পাখিটি উদ্ধারের জন্য এত বড় খাম্বা অপসারণ সহজ ছিল না। পাখি আটকা পড়ার সংবাদে সেখানে স্থানীয় লোকজন জড়ো হয়। তারা যেকোনোভাবে পাখিটিকে উদ্ধারের অনুরোধ জানাতে থাকেন।’

একপর্যায়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীর পরামর্শে মেশিন দিয়ে খাম্বার সামান্য অংশ কেটে শালিক পাখিটি উদ্ধার করা হয়। পরে পাখিটির স্বাস্থ্য পরীক্ষা করে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হয়।

ইউএনও বলেন, এই অঞ্চলে পুকুরের ওপর জাল বিছিয়ে মাছ চাষ করা হয়। পাখি যেন মাছ খেতে না পারে সে কারণেই মূলত জাল দেওয়া হয়। কিন্তু উপজেলা পরিষদের পুকুরে জাল দেওয়া হয়নি। পাখি খেতে পারে এমন প্রজাতির মাছ চাষ করা হয় পুকুরে। এ ছাড়া পাখিদের জন্যই সেখানে মাছ চাষ করা হয়, এমন একটি সাইনবোর্ড পুকুরপাড়ে দেওয়া হয়েছে। পাখিদের প্রতি ভালোবাসা দেখেই মূলত শালিক পাখিটি উদ্ধারের জন্য স্থানীয় লোকজন তাঁকে ফোন করে অনুরোধ করেছিলেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার