সিরাজগঞ্জের কামারখন্দের ঝাঐল ওভারব্রিজ এলাকায় ট্রাকে আগুন ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম এবং ঝাঐল ইউনিয়ন জামায়াতের আমির ও বালুকোল মাদ্রাসার শিক্ষক আব্দুল করিম মুন্সী।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাকচালক ফিরোজুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। পরে বিকেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।