হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে জিবরান হোসেন (৩৭) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মালঞ্চি স্টেশন থেকে প্রায় অর্ধকিলোমিটার দক্ষিনে এই ঘটনা টি ঘটে। 

পরে রেল লাইনের উপর থেকে ক্ষতবিক্ষত মরদেহটি বাড়ি নিয়ে যায় স্বজনেরা। জিবরান উপজেলার পৌর এলাকার সোনাপাতিল মহল্লার জিন্নাত আলীর ছেলে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরের পাশদিয়ে যাওয়া রেল লাইনের উপর মাথা বিহীন মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহের পোশাক দেখে চিনতে পারেন তাঁরা। পরিবারকে খবর দিলে মৃত ব্যক্তির স্বজনেরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও শান্তাহার রেলওয়ে থানার পুলিশ। 

এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে সান্তাহার জিআরপি পুলিশ এলে মরদেহটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়।’ 

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় জিবরানের মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে শান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ