হোম > সারা দেশ > নওগাঁ

এক তরুণীকে স্ত্রী দাবি দুই যুবকের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রথম স্বামীকে তালাক না দিয়েই গোপনে দ্বিতীয় বিয়ে করেন বীথি আক্তার কবিতা নামে এক তরুণী। সম্প্রতি প্রথম স্বামীর বাড়ি থেকে পালিয়ে চলে আসেন দ্বিতীয় স্বামীর কাছে। নিরুদ্দেশ স্ত্রীকে খুঁজতে গিয়ে প্রকাশ হয়ে পড়ে তাঁর দ্বিতীয় বিয়ের কাহিনি। 

আজ রোববার ভোরে নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গাইনপাড়া গ্রামে দ্বিতীয় স্বামীসহ ওই তরুণীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে হইচই পড়ে যায়। 

ওই তরুণীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সিমরাল জওদিনিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম খোকন। প্রায় দেড় বছর আগে জামালপুরের 
মেলান্দহ উপজেলার পলাশীবাজার এলাকার লাভলু মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। লাভলু মিয়া রাজধানীর বাড্ডা এলাকার একটি আসবাবপত্র দোকানের বিক্রয় কর্মী। বাড্ডা লিংক রোডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন তাঁরা।

কবিতার প্রথম স্বামী লাভলু মিয়া জানান, গত ১৭ ফেব্রুয়ারি সকাল থেকেই স্ত্রী কবিতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শ্বশুর বাড়িসহ আত্মীয়-স্বজনের বাড়িতে তাঁকে না পেয়ে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেন। 

প্রথম স্বামী বলেন, বাড্ডা এলাকায় নির্মাণকৃত একটি ভবনে শ্রমিকের কাজ করতেন আরিফুল ইসলাম রুবেল নামে এক যুবক। দীর্ঘদিন এক জায়গায় কাজ করার সুবাদে রুবেলের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। একপর্যায়ে তাঁদের বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন রুবেল। 

লাভলু মিয়া আরও জানান, সন্দেহের সূত্র ধরে রুবেলের ঠিকানা নিশ্চিত হয়ে ৯৯৯ এ কল দিয়ে স্ত্রীকে উদ্ধারের আবেদন করেন। পরে মান্দা থানা-পুলিশের সহায়তায় স্ত্রী কবিতাকে উদ্ধার করা হয়। এ সময় রুবেলকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।

কবিতার দ্বিতীয় স্বামীর দাবিদার আরিফুল ইসলাম রুবেল জানান, ওই বাড়িতে যাতায়াতের সুবাদে কবিতার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীকে বিয়ে করে তাঁকে ঘরে তুলে নেন তিনি। 

অন্যদিকে রুবেলকে দ্বিতীয় বিয়ে করার কথা অকপটে স্বীকার করেন বীথি আক্তার কবিতা। তিনি বলেন, দুই যুবককেই বিয়ে করেছি। আইনে এর বৈধতা রয়েছে কিনা বলতে পারব না। 

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে বৈলশিং গ্রাম থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় ওই তরুণী দ্বিতীয় স্বামী দাবিদার রুবেলকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে যাচাই-বাছাই করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার