হোম > সারা দেশ > রাজশাহী

অর্ধশত যাত্রী রেখেই ছেড়ে গেল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রায় অর্ধশতাধিক যাত্রী রেখেই বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়তে হয় ট্রেনটির যাত্রীদের।

আজ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এসেছিল সান্তাহার জংশন স্টেশনে। ট্রেনে যাত্রীদের চাপ থাকায় ও ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আসায় প্ল্যাটফর্মে যাত্রীদের ওঠা নামার জন্য পাঁচ মিনিট ট্রেন দাঁড়ানোর নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি পাঁচ মিনিট না দাঁড়ানোয় ট্রেনে যাত্রী উঠতে পারেনি।

আনিকা তাবাসসুম নামের রাজশাহী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমি রাজশাহীতে যাওয়ার জন্য বরেন্দ্র ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। ট্রেনটি আসার পর যাত্রীদের চাপ অনেক বেশি ছিল, ভেতরের যাত্রী নামা এবং নতুন যাত্রী ওঠার জন্য পর্যাপ্ত সময় না দিয়েই ট্রেনটি ছেড়ে দেয়। স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টি গার্ডকে মৌখিকভাবে ও হাত ইশারা দিয়ে জানালেও ট্রেনটি দাঁড়ায়নি।’

সিরাজুল ইসলাম নামের আরেক এক যাত্রী বলেন, ‘আমি সান্তাহার থেকে রাজশাহী যাওয়ার জন্য ১২৫ টাকা দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট কেটে ছিলাম। ট্রেনটি সান্তাহারে ৮টা ৫০ মিনিটে আসার সময় থাকলেও ট্রেন এসেছে প্রায় ১০টার দিকে। আর ট্রেনে আজকে প্রচুর যাত্রী ছিল। ট্রেনটি দাঁড়ানোর কিছুক্ষণ পরই ছেড়ে দেয়। এতে আমি যেমন ট্রেনে উঠতে পারিনি। অন্যদিকে অনেকে ট্রেন থেকে নামতেও পারেনি। এখন রাজশাহী যাওয়ার আর কোনো ট্রেন না থাকায় অনেকটা বিপাকে পড়েছি।’

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী রতন আলী বলেন, ‘বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পড়ে এসেছিল। অন্যদিকে একই প্ল্যাটফর্মে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আসার সময় হয়ে ছিল—এ কারণে ট্রেনটি সীমিত সময় দাঁড়িয়ে ছেড়ে চলে যায়। ট্রেনে যাত্রীর চাপ থাকার কারণে অনেক যাত্রী নামতে ও উঠতে পারেনি।’

এ বিষয়ে সান্তাহার জংশন স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। কোনো যাত্রীও তাঁকে অভিযোগ করেননি।

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার