হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে গরু চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে গরু চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার ও দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নন্দীগ্রাম উপজেলার শহরকুড়ি গ্রামের আব্দুল মজিদ (৪৬), কামুল্যা গ্রামের ফারুক হোসেন (৩৭), শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামের তারাজুল ইসলাম (৪৫) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার কাছুপাড়া গ্রামের আব্দুল আজাদ (৪৫)।

অভিযান পরিচালনা করেন নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স। আজ বৃহস্পতিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ওসি আনোয়ার হোসেন বলেন, গত বছরের ১৮ জুন নন্দীগ্রামের তেঘর গ্রামের শিহাব আলীর বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়। এ ঘটনায় নন্দীগ্রাম থানার মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। প্রযুক্তির সাহায্য ওই চোরচক্রের সদস্যদের অবস্থান জানা যায়।

এতে দেখা যায়, আসামিদের অবস্থান যেদিন যে এলাকায় থাকে সেই এলাকাতেই গরু চুরি হয়। ফলে নন্দীগ্রাম থানা‑পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এই চোরচক্রের সরদার আব্দুল মজিদ ও চোরাই গরুর ক্রেতা কসাই আব্দুল আজাদকে গ্রেপ্তার করে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে চোর চক্রের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্যের নাম পাওয়া যায়।

যারা অভিনব কৌশলে বগুড়াসহ আশপাশের জেলায় গত ৪‑৫ বছর ধরে গরু চুরি করে ঢাকার আশুলিয়ার জিরানিতে নিয়ে জবাই করে মাংস বিক্রি করে।

ওসি আনোয়ার হোসেন আরও জানান, চোরাই গরুগুলোর মধ্যে দুটি গরু বগুড়ার শিবগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চোরাই কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, একটি তালা কাটার মেশিন ও রশি গাবতলী থানা এলাকা থেকে জব্দ করা হয়।

এ ছাড়া একাধিক গরু চোরচক্রের নেতাদের সনাক্ত করা হয়েছে। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সনাক্ত করা গরু চোর‑চক্রের অধিকাংশ নেতাদের সমন্বয় করতেন আব্দুল মজিদ। মজিদসহ গ্রেপ্তার বাকি আসামিদের আজ বৃহস্পতিবার বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার