হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে গরু চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে গরু চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার ও দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নন্দীগ্রাম উপজেলার শহরকুড়ি গ্রামের আব্দুল মজিদ (৪৬), কামুল্যা গ্রামের ফারুক হোসেন (৩৭), শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামের তারাজুল ইসলাম (৪৫) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার কাছুপাড়া গ্রামের আব্দুল আজাদ (৪৫)।

অভিযান পরিচালনা করেন নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স। আজ বৃহস্পতিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ওসি আনোয়ার হোসেন বলেন, গত বছরের ১৮ জুন নন্দীগ্রামের তেঘর গ্রামের শিহাব আলীর বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়। এ ঘটনায় নন্দীগ্রাম থানার মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। প্রযুক্তির সাহায্য ওই চোরচক্রের সদস্যদের অবস্থান জানা যায়।

এতে দেখা যায়, আসামিদের অবস্থান যেদিন যে এলাকায় থাকে সেই এলাকাতেই গরু চুরি হয়। ফলে নন্দীগ্রাম থানা‑পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এই চোরচক্রের সরদার আব্দুল মজিদ ও চোরাই গরুর ক্রেতা কসাই আব্দুল আজাদকে গ্রেপ্তার করে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে চোর চক্রের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্যের নাম পাওয়া যায়।

যারা অভিনব কৌশলে বগুড়াসহ আশপাশের জেলায় গত ৪‑৫ বছর ধরে গরু চুরি করে ঢাকার আশুলিয়ার জিরানিতে নিয়ে জবাই করে মাংস বিক্রি করে।

ওসি আনোয়ার হোসেন আরও জানান, চোরাই গরুগুলোর মধ্যে দুটি গরু বগুড়ার শিবগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চোরাই কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, একটি তালা কাটার মেশিন ও রশি গাবতলী থানা এলাকা থেকে জব্দ করা হয়।

এ ছাড়া একাধিক গরু চোরচক্রের নেতাদের সনাক্ত করা হয়েছে। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সনাক্ত করা গরু চোর‑চক্রের অধিকাংশ নেতাদের সমন্বয় করতেন আব্দুল মজিদ। মজিদসহ গ্রেপ্তার বাকি আসামিদের আজ বৃহস্পতিবার বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা