হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে বন্ধ থাকা রাস্তা নির্মাণের কাজ পুনরায় শুরু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বাজার থেকে সিংড়া উপজেলার মাসিন্দা পাকার মাথা পর্যন্ত ১ হাজার ৮০০ মিটার পাকা রাস্তা নির্মাণকাজ পুনরায় শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল রোববার সকাল থেকে রাস্তার নির্মাণকাজ শুরু করা হয়েছে। এতে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে আইআরআইডিপি-৩ এর আওতায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বাজার থেকে সিংড়া উপজেলার মাসিন্দা পাকার মাথা পর্যন্ত ১ হাজার ৮০০ মিটার কাঁচা রাস্তার মধ্যে ১ হাজার ২০০ মিটার পাকাকরণের কাজ শুরু করা হয়। এ জন্য ৮৪ লাখ ৩৪ হাজার ২০৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ও কাজ শেষ করার মেয়াদ ছিল। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মেসার্স ছন্দা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি হাতে নেয়। কিন্তু নতুন রাস্তার কাজ শুরু করার কিছুদিন পরই তা বন্ধ করে দেয় ঠিকাদার। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও আর কোনো কাজ ঠিকাদার প্রতিষ্ঠানটি করেনি। 

পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগে, গত ১১ আগস্ট দৈনিক আজকের পত্রিকায় ‘নন্দীগ্রামে রাস্তা খুঁড়ে রেখে লাপাত্তা ঠিকাদার, চরম দুর্ভোগে মানুষ’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এরই প্রেক্ষিতে গতকাল ওই রাস্তা নির্মাণকাজ শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। 

নতুন করে রাস্তার নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, ‘আবার নতুন করে কাজ শুরু হওয়ায় খুব খুশি হছি। ভ্যান নিয়ে চলাচল করতে আমাদের খুব কষ্ট হচ্ছে।’ 

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বাবু হাজী বলেন, ‘কাজের সামগ্রীর দাম বেশি ও বর্ষার কারণে বালু পাওয়া যায়নি। এ জন্য কাজ করতে দেরি হয়েছে। এখন বালু পাওয়া যাচ্ছে। আর কাজতো করতেই হবে তাই করছি।’ 

এ বিষয়ে ইউপি সদস্য শংকর কুমার সরকার বলেন, ‘দুর্ভোগের সংবাদটা প্রকাশ করার জন্য আপনাকে ও আজকের পত্রিকাকে ধন্যবাদ জানাই। নতুন করে রাস্তার কাজ শুরু করায় এলাকাবাসী খুব খুশি হয়েছেন। তবে কাজ ফেলে রেখে ঠিকাদার যেন আর না পালায় সেদিকে খেয়াল রাখতে হবে।’ 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার