হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পিটিয়ে কিশোর রোহানকে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদালত চত্বর থেকে তুলে নিয়ে রোহান চৌধুরী (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার প্রধান আসামি কৃষক লীগ নেতা গিয়াস উদ্দিন ওরফে গিয়াস মেম্বার (৫৫) ও তাঁর ছেলে সাগর মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম। 

অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা। 

গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে রোহান চৌধুরীকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে পিটিয়ে হত্যা করে লাশ কুটুরবাড়ী গ্রামের পাশে জয়বাংলা হাটে ফেলে রাখা হয়। এ ঘটনায় গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করে বগুড়া সদর থানায় মামলা করা হয়। 

ঘটনার পর থেকে পলাতক ছিলেন গিয়াসউদ্দিন ও তাঁর ছেলে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা গ্রামে এলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেদার উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর