হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বিএনপির ওপর হামলায় আ.লীগের ২৪০ নেতা-কর্মীর নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আদালতে মামলা করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়। 

আজ সোমবার বেলা ১২টার দিকে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। 

মামলাটি আদেশের জন্য অপেক্ষায় আছে বলে জানিয়েছেন দ্রুত বিচার আদালতের পেশকার মিজানুর রহমান। 

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবু। 

মামলায় উল্লেখ করা হয়, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর কামারখন্দে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আসামিরা আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, ছুরি, হকিস্টিক, ইট, পাথরসহ লাঠি-সোঁটা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান। 

হামলার সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও পাপিয়াকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়। পরে আসামিদের এলোপাতাড়ি হামলা রুমানা মাহমুদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। 

হামলায় পাঁচটি মোটরসাইকেল, একটি প্রাডো গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

এদিকে একই ঘটনায় বিএনপির ২৬ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছেন কামারখন্দ আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার