হোম > সারা দেশ > রাজশাহী

হত্যার পর বাঁশের সঙ্গে লাশ বেঁধে ডুবিয়ে রাখা হয় পুকুরে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পবা উপজেলায় হত্যার পর এক কৃষকের লাশ বাঁশের সঙ্গে বেঁধে পুকুরে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে বাঁশসহ সেই লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আজ বুধবার দুপুরে পবার মদনহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম মো. দুলাল (৪৫)। তাঁর বাড়ি মদনহাটি গ্রামে। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের এক পুকুরে দুলালের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হত্যার পর বাঁশের সঙ্গে বেঁধে লাশ পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে সেটি ভেসে উঠলে স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার