হোম > সারা দেশ > রাজশাহী

খুলনায় বাটা, ডমিনোজ ও কেএফসিতে হামলা-লুটপাট: ৩ মামলায় আসামি ২৯০০

খুলনা প্রতিনিধি

খুলনায় ডমিনোজে হামলা ও লুটপাট চালানো হয়। ছবি: সংগৃহীত

খুলনায় বাটা, ডমিনোজ ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হওয়া এসব মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ২৯০০ জনকে আসামি করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

বাটা শোরুমের ম্যানেজার তৌহিদুল ইসলামের করা মামলায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০, কেএফসি ম্যানেজার সুজন মণ্ডলের মামলায় ৭০০ থেকে ৮০০ এবং ডমিনোজ পিৎজার ম্যানেজার শামসুল আলমের করা মামলায় ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। পৃথক তিন মামলার বাদীরা তাঁদের মামলার এজাহারে নিজ প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছেন।

খুলনায় বাটা শোরুমে হামলা ও লুটপাট চালানো হয়। ছবি: সংগৃহীত

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানের কাছে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা, একাধিক গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশের অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাইবাছাই করে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে যে ৩১ জনকে আটক করা হয়েছিল, পৃথক তিন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে একদল বিক্ষুব্ধ জনতা কেএফসি, বাটা শোরুম ও ডমিনোজ পিৎজায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে