আসন্ন ইউপি নিজেদের সমর্থিত প্রার্থীর দলীয় মনোনয়নের দাবিতে কাফন পড়ে মিছিল করেছেন সমর্থকেরা। গতকাল রোববার নাটোরের লালপুরের চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অরেঞ্জের সমর্থকেরা এ মিছিল করেন।
জানা যায়, রোববার সন্ধ্যার আগে তার শতাধিক সমর্থক উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে মিছিল বের করেন। মিছিলটি করিমপুর, আব্দুলপুর বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে করিমপুর রেলগেট এলাকায় পথসভা করে।
পথসভায় আব্দুল্লাহ আল মামুন অরেঞ্জ বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, সারা জীবন দল করে আসছি। দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।’