পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টানা চতুর্থবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন সাহেব আলী। তিনি ওই ইউনিয়নের পাছবেতুয়ান গ্রামের আব্দুল খয়ের সরকারের ছেলে।
গত রোববার চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে চতুর্থবারের মতো দিলাপাশার ইউনিয়নের পাছবেতুয়ান ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে সাহেব আলীকে (মোরগ) বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে তিনি ৬৫৩ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী (ফুটবল) পান ৫৫৪ ভোট।
সাহেব আলী আজকের পত্রিকাকে জানান, তিনি ২০০৩ সালে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তিনি এলাকাবাসীর সেবক হয়ে সুখে-দুঃখে তাঁদের পাশে রয়েছেন। টানা চতুর্থবারের মতো তাঁকে ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করায় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।