হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ভাড়া বাসা থেকে নাঈম ভূঁইয়া (২০) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, এক মাসের হাত খরচের টাকা একবারে না দেওয়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে।

আজ বুধবার সকাল ৮টার দিকে শহরের কলোনি এলাকার এক বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাঈম ভূঁইয়া বগুড়া জেলার ধনুট উপজেলার উজালসিং এলাকার আব্দুল লতিফের ছেলে। সে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নাঈমের বড় ভাই সাদ্দাম হোসেন সাজু বলেন, ‘আমরা দুই ভাই ও আমাদের নানি শহরের কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করি। নাঈম উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়াশোনা করত। প্রতিদিন তাকে হাত খরচের টাকা দিতাম। কিন্তু কয়েক দিন ধরে সে আমাদের কাছ থেকে একবারে এক মাসে চলার মতো টাকা চাচ্ছিল। কিন্তু বেশি টাকা দিলে বাইরে ঘোরাফেরা বেশি করে টাকা নষ্ট করবে বলে তা করিনি। এ নিয়ে অভিমান করেছিল সে।’ 

সাদ্দাম আরও বলেন, ‘বুধবার সকালে নাঈম ঘুম থেকে উঠে নাশতা করে। রুমে শুয়ে থাকা দেখে আমি বাইরে যাই। আমার নানি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সময়ের মধ্যে সে ফ্যানের হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।’

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ বলেন, ‘নাঈমের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল