ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর অক্ট্রয় মোড় এলাকার ষষ্ঠীবাড়ি ছাত্রাবাস থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
নিহত শিক্ষার্থীর নাম আব্দুল কাদের শরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান শরিফ। তারপর তিনি আর দরজা খোলেননি। আজ দুপুরে তাঁকে ডাকাডাকি করেন মেসের অন্য ছেলেরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে তাঁরা ৯৯৯-এ ফোন দিয়ে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে কক্ষে ঢুকলে তাঁকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।