নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৯০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী। গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাবেয়া বেগম নাতনির সঙ্গে আজিমনগর রেলস্টেশন সংলগ্ন মাদ্রাসায় ইসলামি জলসা শুনতে গিয়েছিলেন। জলসা শেষে ভুল করে ওই বৃদ্ধাকে রেখে তাঁর নাতনি বাড়ি চলে আসে। পরে ওই বৃদ্ধা রাস্তা ভুল করে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান বলেন, ‘ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা যান।’
ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’