হোম > সারা দেশ > রাজশাহী

মোবাইল চুরির সন্দেহে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

পাবনা প্রতিনিধি

নিহত রাসেলের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

পাবনার সদর উপজেলার জাফরাবাদ এলাকায় মোবাইল ফোন চুরির সন্দেহে রাসেল হোসেন (৩১) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাসেল ওই এলাকার নজির উদ্দিনের ছেলে।

গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রাসেলের মামাতো ভাই মকবুল হোসেনের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এতে রাসেলকে সন্দেহ করা হয়। অভিযুক্ত হয়ে রাসেল চুরির অভিযোগ অস্বীকার করে তানজিল হোসেন নামে এক যুবককে মারধর করেন। পরে তানজিলের স্বজন ও মকবুলের সহযোগীরা রাসেলের বাড়িতে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

তবে নিহতের বোন অঞ্জনা খাতুন দাবি করেন, একটি পরিত্যক্ত সেমাই কারখানার কলাগাছ থেকে কলা কাটাকে কেন্দ্র করে মামাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরেই রাসেলকে হত্যা করা হয়েছে।

ওসি আব্দুস সালাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় অভিযুক্ত করা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’ আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’