হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় কারাগারে বাদশাহ প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শনিবার রাতে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওই হাজতিকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাত ৮টার দিকে বিকে প্রচণ্ড ব্যথায় জেলা কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। 

নিহত বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলায় কারাগারে ছিলেন। 

জেল সুপার নজরুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে বাদশাহ স্বাভাবিক অবস্থায় ছিলেন। হঠাৎ কারাগারের ভেতরে অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেললে রাতেই তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যু স্বাভাবিক দাবি করে নজরুল ইসলাম আরও বলেন, ‘এ দিয়ে তিনবার মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তাঁকে জরুরি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কমতি ছিল না। ময়নাতদন্ত শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’ 

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে