হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় কারাগারে বাদশাহ প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শনিবার রাতে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওই হাজতিকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাত ৮টার দিকে বিকে প্রচণ্ড ব্যথায় জেলা কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। 

নিহত বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলায় কারাগারে ছিলেন। 

জেল সুপার নজরুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে বাদশাহ স্বাভাবিক অবস্থায় ছিলেন। হঠাৎ কারাগারের ভেতরে অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেললে রাতেই তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যু স্বাভাবিক দাবি করে নজরুল ইসলাম আরও বলেন, ‘এ দিয়ে তিনবার মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তাঁকে জরুরি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কমতি ছিল না। ময়নাতদন্ত শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’ 

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল