হোম > সারা দেশ > রাজশাহী

স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ পান না রোগী, নর্দমায় মিলল ২ বস্তা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের পাশের নর্দমা থেকে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। ওই ওষুধের মূল্য প্রায় ২ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও অবসরপ্রাপ্ত অফিস সহকারী সেবাপ্রত্যাশীদের ওষুধ না দিয়ে, এসব নষ্ট করেছেন।

গত রোববার উপজেলার পোরজনা ইউনিয়নের পুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের পাশের নর্দমা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।

অভিযুক্তরা হলেন উপ-স্বাস্থ্যকেন্দ্রটির ফার্মাসিস্ট মো. শামিম ও অবসর নেওয়া অফিস সহায়ক মো. ইকতিয়ার রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে হাসপাতালের পাশের একটি পরিত্যক্ত নর্দমায় কিছু ওষুধ দেখতে পান তাঁরা। কাছে গিয়ে ভালোভাবে দেখে তাঁরা বুঝতে পারেন সেগুলো সরকারি ওষুধ। পরে রাত ১০টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) এরশাদের সহযোগিতায় ২ বস্তা ওষুধ কমিউনিটি ক্লিনিকে কর্মরত আনোয়ার হোসেনের জিম্মায় দেওয়া হয়।

এ ব্যাপারে উপ-স্বাস্থ্যকেন্দ্রটির অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী রেখা বেগম বলেন, ‘রবিবার দুপুরের দিকে ফার্মাসিস্ট শামীম ও ইকতিয়ার মিলে এই ওষুধগুলো ফেলে দেয়। পরে তারা আমাকে বললে আমি এই নর্দমার ভেতরে ফেলে দেই।’

তবে এ অভিযোগ অস্বীকার করে অবসরপ্রাপ্ত অফিস সহায়ক ইকতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি স্বাস্থ্যকেন্দ্রের পাশের চা স্টলে বসে ছিলাম। আমি কোনো ওষুধ কোথাও ফেলে দেইনি।’

এ বিষয়ে জানতে উপ-স্বাস্থ্যকেন্দ্রটির ফার্মাসিস্ট মো. শামীমের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি ওষুধ ফেলে দেওয়ার ঘটনাটি আমি জেনেছি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ফার্মাসিস্টের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড