হোম > সারা দেশ > রাজশাহী

ছিনতাইকারীর কবলে রাবির দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী মেহেরচণ্ডীর জলিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী বাদী হয়ে রাতে তিনজনের বিরুদ্ধে নগরের চন্দ্রিমা থানায় একটি মামলা করেছেন।

অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তাঁর সঙ্গে থাকা বন্ধু ইসলামিক স্টাডিজ বিভাগের একই সেশনের শিক্ষার্থী মঞ্জুর মোর্শেদ। এজাহারে উল্লিখিত অভিযুক্তরা হলেন ওই এলাকার সামসুল হকের ছেলে সোহান (২০), মামুনের ছেলে শিথল (২২) ও রেজাউলের ছেলে রাজু (২৩)।

এজাহারে ভুক্তভোগী নারী শিক্ষার্থী উল্লেখ করেন, বেলা সাড়ে ৩টার দিকে ক্লাস শেষ করে মেহেরচণ্ডী জলিলের মোড় এলাকায় ছাত্রীনিবাসের দিকে যাওয়ার পথিমধ্যে তাঁদের পথরোধ করে কয়েকজন বাজেভাবে নানান প্রশ্ন করেন। এ সময় তারা অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। গালাগালের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাঁহাতে থাকা সোনার আংটি ও ডান হাতে থাকা ঘড়ি ছিনিয়ে নেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার একপর্যায়ে সঙ্গে থাকা ওই নারী শিক্ষার্থীর বন্ধু বাধা দিলে অভিযুক্তরা তাঁকে মারধর করা শুরু করে। তাঁকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে জামা-কাপড় ধরে টানাহেঁচড়া করে কাছে থাকা চশমাটা ভেঙে ফেলে। এতে ভয়ে চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের দোকানদারসহ আরও অনেকেই এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গেই আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং শিক্ষার্থীদের আইনগত সহায়তা ও তাদের নিরাপত্তার জন্য আমরা থানা-পুলিশের সঙ্গে আলোচনা করেছি।’

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে সন্ধ্যায় আমরা একটা অভিযান করেছি। রাতে আরও একবার অভিযান পরিচালনা করা হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে