হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জমি নিয়ে বিরোধে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম জীবন নাহার (৩০)। তিনি একই গ্রামের পলাশের স্ত্রী।

নিহতের স্বামী পলাশ আজকের পত্রিকাকে জানান, প্রতিবেশী ইজার আলীর ছেলে পুলিশ সদস্য আবেদুর রহমানের সঙ্গে বাড়ির সামনে ২ শতক জমি নিয়ে মামলা চলছে। আজ জীবন নাহার মাঠে ধান কাটার শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পুলিশ সদস্য আবেদুরসহ তাঁর দুই ভাই বিপ্লব, জহুরুল ও তাঁর ছেলে কনক পথ রোধ করে জীবন নাহারকে ধরে পাশের আমবাগানে নিয়ে বাঁশ দিয়ে মারধর করেন। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশের অভিযোগ, ঢাকায় কর্মরত পুলিশ সদস্য আবেদুর ছুটিতে বাড়িতে এসেছেন। কয়েক দিন আগে থেকেই তাঁদের হুমকি দিয়ে আসছিলেন। জমি নিয়ে বিরোধের কারণেই তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন তাঁরা।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধে জীবন নাহার নামের ওই নারীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবার এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজনের নাম বলেছে। তাদের আটকের জন্য ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা