হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে শিবনদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে কাউছার আলী (২৪) নামে এক যুবকের মরদেহ শিবনদে পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা ৫টার দিকে উপজেলার কালিগঞ্জ হাট এলাকা সংলগ্ন শিবনদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নেশার ঘোরে নদীতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। 

নিহত কাউছার আলী তানোর পৌর এলাকার মসিন্দা আদর্শ গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাউছার আলী মাদকাসক্ত ছিলেন। এ কারণে সাত মাস আগে স্ত্রী তাকে ছেড়ে যায়। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। 

তানোর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘ঋণ নিয়ে রিকশাভ্যান কিনেছিলেন কাউছার আলী। গত ২১ আগস্ট ভ্যানটি বিক্রি করে দেন। ১৮ হাজার টাকা ঋণ শোধ করে ওই দিন রাতে ঢাকার উদ্দেশ্যে এলাকা ছাড়েন। কিন্তু ঢাকায় না গিয়ে সম্ভবত ৩১ আগস্ট বিকেলে রাজশাহী থেকে এলাকায় ফেরেন তিনি। কিন্তু বাড়ি ফেরেননি। লোকজন তাকে কালিগঞ্জ এলাকায় মদ্যপ অবস্থায় দেখেন। পরদিনই তার মরদেহ পাওয়া গেল।’ 

কামরুজ্জামান মিয়া আরও বলেন, ‘মরদেহে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হাত ধুতে গিয়ে তিনি নদীতে পড়ে গিয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।’

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়