হোম > সারা দেশ > নওগাঁ

বদলগাছীতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোড়শাহী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। 

আজ শুক্রবার বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ 

স্থানীয় লোকজন জানান, বৃদ্ধ আলতাফ হোসেন বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে বসবাস করতেন। গতকাল রাতে হঠাৎ করেই তাঁর ঘরে আগুন দেখতে পান এক প্রতিবেশী। এরপর ওই প্রতিবেশীর চিৎকারে অন্য প্রতিবেশী ও স্বজনেরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু আগুন নেভানোর আগেই আলতাফ পুড়ে মারা গেছেন। একই সঙ্গে দুটি ছাগল এবং ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। 

নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম বলেন, ‘এভাবে আমার বাবা আগুনে পুড়ে মারা যাবে কখনো ভাবতেই পারিনি। আমার সব শেষ হয়ে গেল। ধারণা করছি-বাড়ির চুলা অথবা কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে।’ 

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল বলেন, ‘ঘটনাটি জানার পরে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে নিহতের পরিবারের মধ্যে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে এবং কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল