হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে অগ্নিকাণ্ডে কৃষক দগ্ধ, পুড়েছে গবাদিপশুসহ ৩ ঘর

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে গোয়ালঘরের কয়েল থেকে লাগা আগুনে এক কৃষক দগ্ধ এবং গবাদিপশুসহ তিনটি ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে আটাচর হঠাৎপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে আটাচর হঠাৎপাড়ায় পরিবার-পরিজন নিয়ে বাস করেন শহিদুল ইসলাম ও শাহাদৎ হোসেন। তাঁরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

জানা গেছে, শহিদুল ইসলামের গোয়ালঘরে দুটি গরু ছিল। গোয়ালঘরের মশা তাড়াতে রাতে কয়েল জ্বালিয়ে দেওয়া হয়। কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে গোয়ালঘরের একটি গরু, গোয়ালঘরসহ দুটি ঘর পুড়ে যায়। তা ছাড়া অন্য গরুটির শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।

আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশী কৃষক শাহাদৎ হোসেনের একটি ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে কৃষক শাহাদৎ হোসেন দগ্ধ হয়েছেন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আগুনের ঘটনায় দুই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার