হোম > সারা দেশ > রাজশাহী

উত্ত্যক্তের অভিযোগে মামলা করায় কলেজছাত্রীকে অপহরণ, মারধর

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে উত্ত্যক্তের অভিযোগে মামলা করায় এক কলেজছাত্রীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল সোমবার থানায় মামলা করেছেন।

কলেজছাত্রী মোছা. আতিয়া খাতুন (১৮) উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনি গ্রামের আমান উল্ল্যাহর মেয়ে। অভিযুক্তরা হলেন মো. মাহমুদুল হাসান সাব্বির, মোছা. রিক্তা, মো. রনি, মো. রাকিব, মো. আকাশ, মোছা. স্বপ্না, মো. শামিম ও মোছা. জরিনা বেগম। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রধান আসামি মাহমুদুল দীর্ঘদিন ধরে আতিয়াকে উত্ত্যক্ত করছিলেন। এই অভিযোগে আতিয়ার মা ২০২৩ সালের ডিসেম্বরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযোগপত্র জমা দেয়। কিন্তু অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে আতিয়া ও তাঁর পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন।

আতিয়া গত শনিবার কোচিং শেষে বাসায় ফেরার পথে মহিপুর ঢালাই সেতুর কাছে তাঁকে অটোরিকশায় করে অপহরণ করা হয়। অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে একটি নির্জন বাড়িতে নিয়ে মুখ বেঁধে নির্যাতন এবং মোবাইল ফোন, স্বর্ণালংকার, ব্যাগ ও টাকা ছিনিয়ে নেন। পরে একটি মাইক্রোবাসে তুলে তাঁকে বিভিন্ন জায়গায় ঘোরানো এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। সেখানেও কিলঘুষি মেরে নির্যাতন করা হয়। শেষে মহিপুরে গাড়ি থামানো হলে আতিয়া চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁকে ফেলে অভিযুক্তরা পালিয়ে যান। খবর পেয়ে আতিয়ার পরিবার ঘটনাস্থলে গিয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা