হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ ফলের দোকান

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি ফলের দোকান। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের সাতমাথা এলাকায় সপ্তপদী মার্কেট-সংলগ্ন ফল মার্কেটে এই অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফল মার্কেটের ব্যবসায়ী লাল মিয়া বলেন, ‘এখানে আমাদের ১২টি দোকান ছিল। প্রতিটি দোকানেই বিভিন্ন ফল দিয়ে ভর্তি ছিলে। প্রতিটি দোকানে নগদ টাকা ছাড়াও ১২ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমরা বেচাকেনা করে নগদ টাকা রেখে গিয়েছিলাম। সকালে টাকাগুলো মহাজনদের দেওয়ার কথা ছিল। কিন্তু টাকাসহ আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমরা পথে বসে গেলাম।’

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না আগুনের সূত্রপাতটা হলো কীভাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহূর্তে নিরূপণ করা যায়নি, তবে প্রতিটি দোকানে খেজুরসহ অন্যান্য ফল ছিল।’

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা