হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ ফলের দোকান

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি ফলের দোকান। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের সাতমাথা এলাকায় সপ্তপদী মার্কেট-সংলগ্ন ফল মার্কেটে এই অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফল মার্কেটের ব্যবসায়ী লাল মিয়া বলেন, ‘এখানে আমাদের ১২টি দোকান ছিল। প্রতিটি দোকানেই বিভিন্ন ফল দিয়ে ভর্তি ছিলে। প্রতিটি দোকানে নগদ টাকা ছাড়াও ১২ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমরা বেচাকেনা করে নগদ টাকা রেখে গিয়েছিলাম। সকালে টাকাগুলো মহাজনদের দেওয়ার কথা ছিল। কিন্তু টাকাসহ আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমরা পথে বসে গেলাম।’

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না আগুনের সূত্রপাতটা হলো কীভাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহূর্তে নিরূপণ করা যায়নি, তবে প্রতিটি দোকানে খেজুরসহ অন্যান্য ফল ছিল।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল