হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ ফলের দোকান

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি ফলের দোকান। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের সাতমাথা এলাকায় সপ্তপদী মার্কেট-সংলগ্ন ফল মার্কেটে এই অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফল মার্কেটের ব্যবসায়ী লাল মিয়া বলেন, ‘এখানে আমাদের ১২টি দোকান ছিল। প্রতিটি দোকানেই বিভিন্ন ফল দিয়ে ভর্তি ছিলে। প্রতিটি দোকানে নগদ টাকা ছাড়াও ১২ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমরা বেচাকেনা করে নগদ টাকা রেখে গিয়েছিলাম। সকালে টাকাগুলো মহাজনদের দেওয়ার কথা ছিল। কিন্তু টাকাসহ আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমরা পথে বসে গেলাম।’

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না আগুনের সূত্রপাতটা হলো কীভাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহূর্তে নিরূপণ করা যায়নি, তবে প্রতিটি দোকানে খেজুরসহ অন্যান্য ফল ছিল।’

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা