বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় আবুল হোসেন তালুকদার (৫৫) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহেমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে ও বিসিআই সারের ডিলার।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আহমেদপুর এলাকায় অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, অজ্ঞাত বাসটি শনাক্তে চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।