হোম > সারা দেশ > নাটোর

পরীক্ষাকেন্দ্রে ঢুকে নির্দেশনা: ছাত্রদলকে নেতা বহিষ্কার

নাটোর ও বড়াইগ্রাম প্রতিনিধি

বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ঢুকে ছাত্রদল নেতার নির্দেশনা। ছবি: সংগৃহীত

নাটোরে এইচএসসি পরীক্ষাকেন্দ্র ঢুকে নির্দেশনা প্রদানকারী ছাত্রদল নেতা রাকিব সরদারকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়ে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদল প্রচার সম্পাদক আসিফ ইকবাল।

রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সরদার রফিকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বনপড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জেলা ছাত্রদল শাখার সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, কেন্দ্রের নির্দেশ মেনে ছাত্রদল পরীক্ষাকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের সেবার জন্য পানি, মাস্কসহ আনুষঙ্গিক উপকরণ নিয়ে প্রস্তুত ছিল। কিন্তু অভিযুক্ত সব নিয়ম অমান্য করে কেন্দ্রে ঢুকে শৃঙ্খলা-পরিপন্থী কাজ করেছেন। তাই তাঁকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাঁর প্রতিও কোনো রকম শৈথিল্য দেখানো হবে না।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক