নাটোরের নলডাঙ্গায় অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতের এ ঘটনায় প্রবাসীর স্ত্রী নিজেই বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যের ছেলেসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন তুহিন (২২), তাঁর তিন সহযোগী ওসমান আলী (৪৫), জীবন (২৪) ও শুভ প্রামাণিক (২৩)।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে তুহিন নামের এক তরুণ অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। তুহিনের চাচা ওসমান আলী ও তাঁর দুই বন্ধু জীবন ও শুভ ধর্ষণে সহযোগিতা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যের ছেলে তুহিনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার ওই প্রবাসীর স্ত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।