হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা, সম্পাদক হেনা

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে রেজাউল করিম বাদশা সভাপতি ও আলী আসগর তালুকদার হেনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  বুধবার (২ নভেম্বর) রাত পৌনে ১১টায় অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট গণনা শেষে তাঁদের নির্বাচিত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সম্মেলন পরিচালনার মিডিয়া উপকমিটির সদস্য কালাম আজাদ।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ভোট গ্রহণ শুরু হয় দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জেলার ১২ উপজেলা ও ১২টি পৌর সভার মধ্যে ২২টি ইউনিটের (ধুনট উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়নি) ২ হাজার ২২২ জন কাউন্সিলের এই সম্মেলনের ভোটার ছিলেন। তাঁদের মধ্যে ২ হাজার ১৫৬ জন ভোট প্রদান করেন।

গণনায় রেজাউল করিম বাদশা ১ হাজার ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বী যথাক্রমে সাইফুল ইসলাম ৯১৩ ভোট ও ফজলুল হক তালুকদার বেলাল ৮১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আলী আজগর তালুকদার হেনা ১ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী এমআর ইসলাম স্বাধীন পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট।

সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁদের ভোট গণনা চলছিল বলেও মিডিয়া উপকমিটি থেকে জানানো হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর