হোম > সারা দেশ > রাজশাহী

নাশকতার আশঙ্কায় উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নাশকতার আশঙ্কায় রাজশাহী-পার্বতীপুর রুটের মেইল ট্রেন উত্তরা এক্সপ্রেসের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ট্রেনটির চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়। 

এতে বলা হয়, হরতাল-অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রেলপথে চলাচল করা ৩২/৩১ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল ২২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

বিএনপিসহ বিরোধীদের হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলা ও ট্রেনে আগুন দেওয়াসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটছে।

সবশেষ গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটের মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে, আর অনেকটাই ফাঁকা থাকে। সেই সময় নাশকতার আশঙ্কা থাকে। তাই ট্রেনটি আপাতত বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন চলাচল নিরাপদ করতে যা করা দরকার, সেটিই করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এই ট্রেনটি এখন পাইলটিং করা হবে। এটি আগে যাবে, পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন এবং জনবলগুলো আন্তনগর ট্রেনে ব্যবহার করা হবে। এই ট্রেনগুলো থেকে তেমন কোনো আয় আসে না, লোকসান গুনতে হয়। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও কয়েকটি ট্রেন এ ধরনের সিদ্ধান্তের অপেক্ষা করছে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল