হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় লুট, রাজশাহীতে পরিত্যক্ত ট্রাক, নওগাঁয় ২২ লাখ টাকার তেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে লুট হওয়া পাম তেলভর্তি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পাওয়া গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে নওগাঁর সাপাহার থেকে প্রায় ২২ লাখ টাকার পাম তেল উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার সকালে গোদাগাড়ীর ললিতনগর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও তদন্তের মাধ্যমে তাঁরা জানতে পারেন যে নওগাঁর সাপাহার উপজেলায় ট্রাক থেকে একটি গুদামে তেল নামিয়ে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, বুধবার ওই গুদামে অভিযান চালিয়ে ৭৫ ড্রাম তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তেলের পরিমাণ ১৩ হাজার ৯৫০ কেজি। এই তেলের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। ডাকাত দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাপাহারের ওই গুদাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা তেল সাপাহার থেকে গোদাগাড়ীতে আনা হচ্ছে। ট্রাক উদ্ধারের ঘটনায় আগেই থানায় একটি মামলা হয়েছে।

এর আগে গত রোববার চট্টগ্রাম থেকে ট্রাকটি পাম তেল নিয়ে রংপুরে যাচ্ছিল। রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা এলাকায় আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে ডাকাত দল তেলভর্তি ট্রাকটি থামায়। তারপর ট্রাকের চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকে তুলে নেওয়া হয়। এরপর কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে তাঁদের অচেতন করে ফেলে দেওয়া হয়।

ওসি রুহুল আমিন জানান, যারা ট্রাকটি লুট করেছিল, তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাপাহারে গ্রেপ্তার তিনজনকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল