হোম > সারা দেশ > পাবনা

মা-ছেলের একসঙ্গে এসএসসি পাস

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় মা মন্জুয়ারা খাতুন ও ছেলে মেহেদী হাসান একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাস করেছেন। মা মন্জুয়ারা কারিগরি বোর্ডের অধীনে তাড়াশ শামীমা জাফর মৎস্য ইনস্টিটিউট থেকে এবং ছেলে উপজেলার খানমরিচ বিএম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। 

গতকাল সোমবার দুপুরে প্রকাশিত ফলাফলে জানা গেছে, পরীক্ষায় মা মন্জুয়ারা পেয়েছেন জিপিএ-৪.৮৯ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ-৪.৯৩।

ছেলের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পেরে ভীষণ খুশি মা মন্জুয়ারা খাতুন। তিনি বলেন, ‘দুই সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলছি। বড় মেয়ে এখন কলেজে পড়ে। অথচ নিজে মাধ্যমিক পাসও করিনি। সন্তানদের পড়ালেখা করাতে গিয়ে পড়াশোনার প্রতি এমন টান অনুভব করি। তাই দুই সন্তানের মা হয়েও ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় দিই।’ 

এ জন্য তিনি স্বামী আব্দুর রহিমের সহযোগিতার কথা উল্লেখ করে জানান, অটোভ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি স্ত্রী ও সন্তানদের পড়াশোনার খরচ জোগান দিচ্ছেন তাঁর স্বামী। মন্জুয়ারার ইচ্ছে ছেলের সঙ্গেই পড়াশোনা চালিয়ে যাবেন। 

মন্জুয়ারার স্বামী আব্দুর রহিম বলেন, ‘স্ত্রী ও ছেলে একসঙ্গে এসএসসি পাস করায় আমি ভীষণ খুশি। পাসের খবর পেয়েই সবাইকে মিষ্টি খাইয়েছি। আমার ইচ্ছা ছেলে-মেয়ের সঙ্গে স্ত্রীর পড়াশোনাও চালিয়ে নিয়ে যাওয়া।’  

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন