হোম > সারা দেশ > পাবনা

মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া অনন্য উদাহরণ: সেনাপ্রধান

পাবনা প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘আজ আমরা মাতৃভাষায় কথা বলছি। পৃথিবীর মধ্যে এটি একটি অনন্য উদাহরণ যে, মাতৃভাষার জন্য আন্দোলন করে মানুষ প্রাণ দিয়েছেন এবং মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা এখানে আসতাম না, যদি না বাংলাদেশ স্বাধীন হতো। তাই আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সেই সব ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’ 

আজ শুক্রবার সকালে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অষ্টম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘পূর্বের চেয়ে বর্তমানে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ক্যাডেট কলেজগুলোতে। এর মধ্যে পাবনাও একটি। অনেক আগে একবার পাবনা ক্যাডেট কলেজে এসেছিলাম। তখন থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে। ইতিবাচক অনেক উন্নয়ন হয়েছে।’ 

সেনাপ্রধান আরও বলেন, বর্তমান ক্যাডেট ও সাবেক ক্যাডেটদের মধ্যে পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন হলো পুনর্মিলনী। আর পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সমন্বিত পুনর্মিলনী প্যারেড। বিভিন্ন স্থান থেকে আসা সাবেক ক্যাডেটদের সঙ্গে বর্তমান ক্যাডেটদের এক সুন্দর ও গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে এবং এক অভিন্ন মেলবন্ধনে আবদ্ধ হয়। 

পাবনা ক্যাডেট কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাডেটদের জন্য নবনির্মিত তিনটি বাসভবনের উদ্বোধন করেন। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত রিইউনিয়ন কুচকাওয়াজ প্রদর্শন, বৃক্ষরোপণসহ নানা অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল নজরুল ইসলামসহ আরও অনেকে। 

এ ছাড়া অনুষ্ঠানে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক, গণমাধ্যম কর্মী, বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক