নওগাঁর মান্দায় বজ্রপাতে নাঈম হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আকাশ মেঘে ঢেকে যায়। এর পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে নাঈম হোসেন বাড়ির পাশে মাঠে গরু নিয়ে যায়। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
নিহত নাঈমের বাবা ইয়াছিন আলী বলেন, ‘সকালে আকাশের অবস্থা খুব খারাপ ছিল। বৃষ্টির সঙ্গে মেঘের তর্জন-গর্জন ছিল ভয়ানক। এ সময় ছেলে নাঈম হোসেন সবার নিষেধ অমান্য করে গরু নিয়ে মাঠে যায়। এর কিছু পরেই বজ্রপাতে মারা যায় সে।’