হোম > সারা দেশ > রাজশাহী

ফুলজোর নদে নেমে ৩ স্কুলছাত্র নিখোঁজ, পরে একজনের লাশ উদ্ধার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোর নদে গোসল করতে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঝাটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টার দিকে একজনের লাশ উদ্ধার করেছে।

নিহত শিক্ষার্থীর নাম রাফিন (১৫)। সে ঝাটিবেলাই গ্রামের বাবলুর ছেলে এবং সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

এখনো নিখোঁজ রয়েছে তার দুই বন্ধু—কৃঞ্চ (১৫) ও সারজিল (১৫)। তারাও একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নদীর পাড়ে নিখোঁজ ছাত্রদের জামা-কাপড় ও স্যান্ডেল। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাঁর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ছয়জন মিলে ফুলজোর নদে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন পানির স্রোতে তলিয়ে যায়।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, ‘বেলা ৩টা ২৫ মিনিটে তিনজন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সন্ধ্যা ৬টার দিকে রাফিনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে ডুবুরিদল এসে নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে অভিযান চালাবে।’

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত

চায়না কমলা চাষে বাজিমাত এমরানের, মাল্টাতেও মিলছে সাফল্য

রাবিতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার