হোম > সারা দেশ > রাজশাহী

ফুলজোর নদে নেমে ৩ স্কুলছাত্র নিখোঁজ, পরে একজনের লাশ উদ্ধার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোর নদে গোসল করতে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঝাটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টার দিকে একজনের লাশ উদ্ধার করেছে।

নিহত শিক্ষার্থীর নাম রাফিন (১৫)। সে ঝাটিবেলাই গ্রামের বাবলুর ছেলে এবং সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

এখনো নিখোঁজ রয়েছে তার দুই বন্ধু—কৃঞ্চ (১৫) ও সারজিল (১৫)। তারাও একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নদীর পাড়ে নিখোঁজ ছাত্রদের জামা-কাপড় ও স্যান্ডেল। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাঁর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ছয়জন মিলে ফুলজোর নদে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন পানির স্রোতে তলিয়ে যায়।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, ‘বেলা ৩টা ২৫ মিনিটে তিনজন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সন্ধ্যা ৬টার দিকে রাফিনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে ডুবুরিদল এসে নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে অভিযান চালাবে।’

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী