হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, স্কলার ও রিসোর্স পারসনের অংশগ্রহণে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হবে আগামীকাল বুধবার (২৫ জুন)।

কনফারেন্সটির ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে মোট ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। কলা অনুষদের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্স চলবে আগামী বৃহস্পতিবার (২৬ জুন) পর্যন্ত।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন।

মোহাম্মদ বেলাল হোসেন বলেন, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা ৩টা থেকে চলবে একাডেমিক সেশন। মোট ৩৬টি সেশনে ২১৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

ডিন আরও বলেন, ‘আন্তর্জাতিক এ কনফারেন্সে উপস্থাপিত প্রবন্ধসমূহ শিক্ষা-সংস্কৃতি, বিশ্ববিদ্যালয়পর্যায়ে পঠন-পাঠনপদ্ধতি ও গবেষণার ক্ষেত্রে এক নবদিগন্তের উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।’ সংবাদ সম্মেলনে আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন, অধ্যাপক ড. মো. ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার