হোম > সারা দেশ > নাটোর

জীবিত বৃদ্ধা এনআইডিতে মৃত, বয়স্ক ভাতা বন্ধ

প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নাটোরের বাগাতিপাড়ায় রাহাতন খাতুন নামে ৭৬ বছরের এক বৃদ্ধা জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) মৃত আসায় তাঁর বয়স্ক ভাতা বন্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি মৃত আব্দুল লতিফের স্ত্রী এবং বাগাতিপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেড়াবাড়িয়া মহল্লার বাসিন্দা।

ভুক্তভোগী রাহাতন খাতুন জানান, প্রায় সাত বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন তিনি। সম্প্রতি মোবাইল ফোনের বিকাশ নম্বরে ভাতার টাকা দেওয়া হবে জানানো হয়। কিন্তু পরে আর টাকা পাননি। সর্বশেষ দুই দফায় কোন টাকা না পেয়ে বিষয়টি নিয়ে অফিসে যোগাযোগ করেন। এ সময় জানতে পারেন জাতীয় পরিচয়পত্রে তাঁর নামে মৃত থাকায় বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে। তাই এনআইডি কার্ড সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিস গেলে বারবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়। প্রায় দুই থেকে তিন মাস পর স্থানীয়দের সহায়তা নিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে। কিন্তু এরপর আর আমাকে বয়স্ক ভাতা দেওয়া হয়নি। 
 
জীবিত থাকার পরও কীভাবে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এত দিন ঠিকই ভাতা পেতাম। কিন্তু হঠাৎ করে কীভাবে এই ঝামেলা হল তা বুঝতে পারছি না।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, তথ্য হালনাগাদের সময় কোনোভাবে ভুলটি হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে সফটওয়্যারে যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রে মৃত থাকায় তাঁর ভাতা বন্ধ হয়ে গেছে। নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য বলা হলেও নির্ধারিত সময়ে কাজটি করতে পারেননি তিনি। ফলে তাঁর জায়গায় অন্য আরেকজনকে এই সুবিধা দেওয়া হয়েছে। পরবর্তীতে স্থান শূন্য হলে বা নতুন বরাদ্দ পেলে তাঁকে অগ্রাধিকার ভিত্তিতে ভাতার আওতায় আনা হবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল