হোম > সারা দেশ > রাজশাহী

বাবার লাশ দাফন করে এসএসসি পরীক্ষায় অংশ নিল ছেলে

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

মহামারি করোনাভাইরাসের কারণে অর্ধেক সময়ে নেওয়া হচ্ছে পরীক্ষা। সবাই লেখায় ব্যস্ত। হাতে তেমন সময়ও নেই। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে পরীক্ষা। সেই চিন্তাও যেন পিছু ছাড়ছে না চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী শামীম হোসেনের। বিজ্ঞান বিভাগ থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিচ্ছে সে। 

সামনে খাতা থাকলেও মনোযোগ নেই লেখার। অশ্রুসিক্ত চোখে বসে আছে পরীক্ষার কক্ষে। ভালো ছাত্র হলেও কিছুই করার ছিল না তার। খাতায় লেখার পরিবর্তে চোখ দিয়ে পানি ঝরছিল তার।  

আজ মঙ্গলবার ছিল তার রসায়ন বিষয়ের পরীক্ষা। কিন্তু সোমবার রাতেই মারা যান তার বাবা আব্দুল রশিদ (৫০)। সব স্বপ্নই যেন মুহূর্তের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয় শামীম হোসেনের। সারা রাত বাবার লাশের পাশেই ছিল একমাত্র ছেলে। 

গ্রামবাসীর সহযোগিতায় পরীক্ষার আগেই লাশ দাফনের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় দাফন সম্পন্ন হয়। বাবার জানাজায় ছেলে যেন উপস্থিত থাকতে পারে, সে জন্য পরীক্ষার আগেই জানাজা অনুষ্ঠিত হয়েছে।

দুই মেয়ে আর একমাত্র ছেলে নিয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে চলছিল তাদের সংসার। দীর্ঘদিন থেকে শামীম হোসেনের পিতা মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। সংসারের হাল ধরার মতো এখন তেমন কেউ নেই। পাশের গ্রামে দুই মেয়ের বিয়ে দিয়েছেন তার বাবা। তার বাড়ি বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামে। 

এ ব্যাপারে মচমইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব, প্রধান শিক্ষক নাসির উদ্দীন খান বলেন, ‘আমরা শামীম হোসেনের বিষয়টা শুনেছি। সত্যিই ঘটনাটি অনেক কষ্টের। তবে শামীম হোসেন যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে।’ 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল