হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে শহরের আকাশতারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শাবলু মিঞা (২৫) শহরের কুরশাপাড়া এলাকার জলিল মিঞার ছেলে। তিনি আকাশতারা এলাকায় সুনীল পালের মালিকানাধীন সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করতেন। এ ছাড়া শাবলু মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনেরা। 

হোটেল মালিক সুনীল পাল বলেন, আজ বিকেলে শাবলু অসুস্থতার কথা বলে বাড়িতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়। পরে শুনি এখানে সে ট্রেনে কাটা পড়েছে। 

নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, ‘শাবলু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। আজ বিকেলে হোটেল থেকে বাড়িতে আসার পথে ট্রেনে কাটা পড়ে তার শরীর তিন খণ্ড হয়ে যায়। লাইনের ওপরেই তার দেহের অংশ পড়ে ছিল। খবর পেয়ে এখানে এসে ভাইকে শনাক্ত করি।’ 

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খায়রুল বাসার বলেন, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকার ট্রেনে কাটা পড়ে শাবলুর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হবে। আইনি প্রক্রিয়া মেনে শাবলুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর