হোম > সারা দেশ > রাজশাহী

বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ রসমালাই বিক্রি, বগুড়ায় হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেল নামে সেরা হলেও পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা। এ ছাড়া বিক্রি করা হচ্ছিল বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ রসমালাই। এ কারণে হোটেলে যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তখন হোটেল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ রাসেল অভিযানে অংশ নেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম আজকের পত্রিকাকে বলেন, অভিযানকালে পুরো প্রতিষ্ঠানে অপরিচ্ছন্নতা দেখা যায়। এ ছাড়া ফ্রিজিং ব্যবস্থা ছিল নোংরা। খাবার সংরক্ষণ কক্ষটি অপরিচ্ছন্ন দেখা গেছে। সেই সঙ্গে বাসি মিষ্টিসহ মাখন বিক্রি ও সংরক্ষণ এবং মেয়াদহীন রসমালাই বিক্রি করতে দেখা যায়।

এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির তিন লাখ টাকা জরিমানা করা হয়। তারা তাৎক্ষণিক এই টাকা পরিশোধ করে। তাদের সতর্ক করা হয়েছে। এরপর যদি একই অপরাধ সংঘটিত হয়, তাহলে প্রতিষ্ঠান সিলগালা করা হবে। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী ও জেলা পুলিশ সহযোগিতা করে।

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর