হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে স্থানীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করল জামায়াত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

পাবনার ঈশ্বরদীতে আনুষ্ঠানিকভাবে দলীয় মেয়র ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াত। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। কোনো নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন আসনে জায়ামাতে ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এবার পাবনার ঈশ্বরদীতে পৌরসভার মেয়র ও সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করল দলটি।

বুধবার রাতে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে দারুস সালাম ট্রাস্ট ভবনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ‘প্রার্থী নির্বাচন সভায়’ আনুষ্ঠানিকভাবে দলীয় মেয়র ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। রাতেই তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী পৌরসভার মেয়র পদের জন্য গোলাম আজমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌর জামায়াতের আমির ও নারিচা মশুরিয়া উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সাঁড়ায় চেয়ারম্যান পদে বর্তমান ইউপি সদস্য মো. সাইফুদ্দিন খান, লক্ষীকুন্ডায় ইসমাইল হোসেন রনি, পাকশীতে মো. মাসুদ রানা, সাহাপুরে ছগির আহমেদ বিন নাসির, সলিমপুরে মো. সাইদুল ইসলাম, দাশুড়িয়ায় মাওলানা নূর মোহাম্মদ এবং মুলাডুলিতে মো. শাহিনুল আলমের নাম ঘোষণা করা হয়।

উপজেলা জামায়াতের আমির মওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা শুরা কার্যপরিষদ সদস্য ও তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের। উপজেলা জামায়াতের সব রোকন সদস্য এবং দলীয় মনোনীত সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পৌর কমিটির আমির গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবারের সভায় শুধু মেয়র ও চেয়ারম্যানদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তারপরও সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা পালন করব।’

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়